শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত জেরে সংঘর্ষ, আহত ১
নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:৫২ অপরাহ্ন

সৈয়দুর রহমান সৈযদ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলামকে তার স্বজনেরা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পরে রোববার (৩১ মার্চ) আমিনুল ইসলামের স্ত্রী তাহমিনা নাছরিন বাদি হয়ে ৫জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতি গ্রামের মো. আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী কিশোরগঞ্জ সদর উপজেলার কয়ারখালী গ্রামের আবির হোসেন গং পিতা. আমিনুল ইসলাম (খোকার) সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে তাহমিনা নাছরিনের বাড়ি ভিতরে গিয়ে অতর্কিত হামলা করে বাদীর পড়নের কাপড় ধরিয়া টানা হেচরা করত তাকলে স্বামী আমিনুল ফিরাইতে আসলে বিবাদী আবির হোসেন তাকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় আমিনুল ইসলামের স্ত্রী তাহমিনা নাছরিনের ডাকচিৎকারে এলাকায় লোকজন এগিয়ে আসলে তাদের ছোট মেয়ের গলার সোনার চেইন যার মূল ২৫০০০ টাকা আম্বিয়া নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ