ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে শতাধিক শিশুদের নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিকল্পধর্মী আয়োজন ‘মেহেদী উৎসব’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার পোড়াবাড়ীয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
পোড়াবাড়ীয়া উত্তরপাড়া উন্নয়ন কর্তৃপক্ষের ব্যানারে আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন ‘ভয়েস অব পাকুন্দিয়া ক্রিয়েটর এন্ড এডমিন এস এম রায়হান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নারান্দী ইউনিয়ন পরিষদের সদস্য হাসান উদ্দিন, মাহমুদুর রহমান আফ্রীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান অনিক, নাসির উদ্দিন সোহেল, মাহমুদুল হাসান রাজন, সামীম আহমদ, মনির হোসেন ,তোফাজ্জল, সাগর প্রমুখ।
বিকল্পধর্মী এমন আয়োজনের উদ্যােক্তা এস এম রায়হান জানান, ঈদ আসলেই শিশুদের মাঝে উৎসবমূখর পরিবেশ লক্ষ্য করা যায়, শহরের শিশুরা মেহেদীর রঙে নিজেদের সাজিয়ে তোলে, গ্রামের শিশুরা এতে বঞ্চিত হয়। সেজন্যে গ্রামের শিশুদের আনন্দকে বাড়িয়ে দিতে মেহেদী উৎসবের আয়োজন করেছি। এতে গ্রামের দুইশতাধিক শিশু অংশগ্রহণ করে।
ঈদে মেহেদী দিয়ে হাতকে রাঙিয়ে তোলতে পেরে ১০বছর বয়সী তুলি আক্তার নামের এক শিশু খুবই উচ্ছ্বাসিত হয়ে বলেন, অনেক ভালো লাগছে তার মেহেদী দিয়ে। তার মুখের হাসিতে ফুটে উঠে ঈদের আনন্দ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া ইসলাম জানান, ঈদে ক্যাম্পাস বন্ধ থাকায় গ্রামে এসে চমৎকার একটি আয়োজনের স্বাক্ষী হলাম। ছোট ছোট শিশুদের হাতে মেহেদী দিয়ে সাজিয়ে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে।