রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পাকুন্দিয়ার কলাদিয়ায় ঈদ উদযাপন
Avatar
আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া উত্তরপাড়া আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈদের জামাতে মাওলানা আব্দুল্লাহ মাসুম।

ঈদের জামাতে মাওলানা আব্দুল্লাহ মাসুম জানান, প্রতিবছরমতো এবারেও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। কলাদিয়া গ্রামের লোকজন এই নামাজে অংশগ্রহণ করেন। দীর্ঘ ১ যুগের ধারাবাহিকতায় এবারও প্রায় শতাধিক পরিবারে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এ ঈদুল ফিতরের জামায়াতে অংশ নেয়।

তিনি বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক ঈদের নামাজ আদায় করা হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ