রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
‘খেলাধূলা সুস্থ রাখে, শৃঙ্খলা শেখায়’
Avatar
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

‘খেলাধূলা সুস্থতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলা শেখায়। যারা নিয়মিত খেলাধূলা করে তারা শারীরিকভাবে অন্যদের চেয়ে অনেক সুস্থ। তাছাড়া সময়ের মূল্য ও শৃঙ্খলায় আবদ্ধ রাখে খেলাধূলা। যা পরবর্তী সময়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। একটি সুস্থ ও শৃঙ্খল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খেলাধূলার বিকল্প নেই’। এসব কথাগুলো বলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন।

বুধবার (২৬জুন) বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, খেলাধূলার মাধ্যমে সমাজ থেকে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং রোধ হবে বলে মনে করি। খেলাধূলার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে একটি সুশৃঙ্খল ও সুস্বাস্থ্যের অধিকারী প্রজন্ম উপহার দিতেই খেলাধূলায় সরকার পৃষ্ঠপোষকতা করছে। একেবারে প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় গড়ে তোলার উদ্দেশ্যেই বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মিছবাহ উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহŸায়ক ভিপি মো.ফরিদ উদ্দিন প্রমুুখ।

বেলুন উড়িয়ে টুণামেণ্ট এর উদ্বোধন করা হয়। পরে চরফরাদী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চন্ডিপাশা ইউনিয়ন ফুটবল একাদশের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত টুর্নামেন্ট উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে বালক অনূর্ধ্ব-১৭ শাখায় ১০টি এবং বালিকা অনূর্ধ্ব-১৭ শাখায় ১০টি দল অংশগ্রহণ করছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ