বিয়ের অনুষ্ঠানে মানুষ কতকিছু না উপহার দেন! শোপিস, শাড়ি, সোনা-রূপারঅলংকার, ক্রোকারিজ, নগদ টাকা, বই, আরও কত কিছু। তাই বলে বৃক্ষ উপহারের কথা ভাবতেই পারবে না কেউ! তবে এমনই এক কাণ্ড ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া গ্রামে। দেশে কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিলো। তখন সবাই বৃক্ষের উপকারিতা হারে হারে টের পেয়েছে। সেই কথা বিবেচনা করেই বৌভাতে বৃক্ষ উপহার দেয়া হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে ওই গ্রামের তাজুল ইসলামের ছোট ছেলে শরীফুল ইসলাম আপেল এর বৌভাত অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার দিয়েছে ভয়েস অব পাকুন্দিয়া নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা।
জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ব্যাপী একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছি ভয়েস অফ পাকুন্দিয়ার সদস্যরা। করুনা কালী প্রতিষ্ঠিত এ ফেসবুক গ্রুপটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, বর্ষাকালে বৃক্ষরোপণসহ নানা সামাজিক করে আসছে এই গ্রুপের সদস্য। তারই অংশ হিসাবে ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বৌভাত অনুষ্ঠানে বৃক্ষ উপহার দিয়ে সারা ফেলেছে তারা। অতিথিদের এমন উপহার পেয়েও বেশ খুশি আয়োজকেরা।
শরীফুল ইসলাম আপেল জানান, বৌভাতের অনুষ্ঠানে বৃক্ষ উপহার পাবো কখনও ভাবিনি। এই বৃক্ষগুলো আআগামীদিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে পরিবেশ রক্ষায় বেশ সহায়ক হবে।
ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, প্রথাগত ধারণা থেকে বের হয়ে আমরা ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক বৃক্ষ উপহার দিয়েছি। গত কয়েকমাস পূর্বে আমরা তীব্রতাপদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পেরেছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষ রোপণের সময় চলছে তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষ রোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা এমন ব্যতিক্রমী উপহার নিয়ে বৌভাত অনুষ্ঠানে হাজির হয়েছি।