রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরিকে পাঠকমুখী করতে উদ্যোগ
Avatar
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরিকে পাঠকমুখী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কার্যনির্বাহী কমিটির এক সভায় এমন উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে আসে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পাবলিক লাইব্রেরির সভাপতি মো.বিল্লাল হোসেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির কোনো সভা হচ্ছিল না। তাছাড়া এক সময়ে লাইব্রেরিটির জৌলুস থাকলেও বিগত দিনে পাঠক কমছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন।

সভায় উপজেলা পাবলিক লাইব্রেরির আর্থিক সমস্যা, পাঠক কমে যাওয়া, নিয়মিত মিটিং না হওয়া এবং কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, আয়ের নির্ধারিত কোনো উৎস না থাকায় আর্থিক সমস্যায় ভুগছে লাইব্রেরি। তাছাড়া মুঠোফোনের এসময়ে বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমছে। মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। তারপরও বইয়ের কোনো বিকল্প নেই। পাঠককে লাইব্রেরি মুখী করতে হবে। সৃজনশীল বইয়ের পাশাপাশি নানামুখী উদ্যোগ নেওয়া হলে লাইব্রেরিতে পাঠক আসবে। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা, বিভিন্ন দিবস এবং লাইব্রেরির উদ্যোগে কিছুদিন পরপর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা যেতে পারে। এছাড়াও কমিটি পুনর্গঠন করে উদ্যমীদের অন্তর্ভূক্ত করে লাইব্রেরিকে গতিশীল করারও মত দেন অনেকে।

লাইব্রেরির আর্থিক সমস্যা সমাধানে সদস্যদের নিয়মিত চাঁদার হার বাড়ানো, সামাজিক ও দানশীল ব্যক্তিদের আর্থিক অনুদানের ওপর জোর দেন বক্তারা।

হাজী জাফর আলী কলেজের প্রভাষক ও উপজেলা পাবলিক লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পাবলিক লাইব্রেরির সহসভাপতি মোতায়েম হোসেন স্বপন, সহসভাপতি পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো.জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক মো.ইছমাইল, মো.আল আমিন, অর্থ সম্পাদক আবুল কাসেম বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, প্রচার সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, দপ্তর সম্পাদক মুহাম্মদ রবিন সরকার, কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা মো.মুজিবুর রহমান, মো.শাহজাহান নয়ন, দেলোয়ারা বেগম, নাদিমুল ইসলাম ও গোলাপ আমিন প্রমুখ।

উপজেলা পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, উপজেলা পাবলিক লাইব্রেরিকে সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সভায় সকলের মতামত নেওয়া হয়েছে। সকলের প্রচেষ্টায় লাইব্রেরি প্রাণ ফিরে পাবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ