রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
নিকলীতে ১৮ মিলিমিটার বৃষ্টি, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম
এসকে রাসেল
/ ২৮৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:১১ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিকলীতে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে কয়েক দফায় এ বৃষ্টি হয়েছে। তবে শনিবার (২৩ ফেব্রুয়ারি) আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে নিকলী আবহাওয়া অফিস।

নিকলী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল ইসলাম শিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়াবিদদের মতে, এখন বৃষ্টি হচ্ছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। আজকের বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা খানিকটা কমে শীত কিছুটা বাড়তে পারে।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আজকে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বোরো ধানের জমির জন্য ভালো হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ