শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
নিকলীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
এসকে রাসেল
/ ১১০ ভিউ
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, উপজেলা প্রকৌশলী অফিসার শামসুল হক রাকিব, মাহমুদুল হাসান, মোঃ আজিজুল ইসলাম, বীমার সদস্য ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন মো. পারভেজ মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।

আশরাফুল ইসলাম রাজন/এসকেরা

সম্পর্কিত
ফেইসবুক পেইজ