কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিরাগত ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) বেলা সড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মতিউর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৫), পূর্ব কুমারপুর গ্রামের মৃত আ:মালেকের ছেলে দিদারুল আলম (৫০) ও নরসিংদীর মনোহরদী উপজেলার আলিয়াকান্দি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮)।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রের পাশে বসে উত্তরপত্র তৈরী করার সময় ৩জনকে তল্লাশী করা হয়। এ-সময় তাদের কাছে ইলেকট্রিক ডিভাইসসহ তাদেরকে আটক করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন , “বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উক্ত কেন্দ্রে সাধারন গণিত বিষয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর হওয়ার পর পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত সীমানার ভেতর কয়েকজনকে সেখানে উত্তরপত্র তৈরী করা অবস্থায় দেখতে পাই। পরে তাদেরকে তল্লাশী করে সাথে ইলেকট্রিক ডিভাইসসহ তিন জনকে আটক করা হয়।
পরে কেন্দ্র সচিব মো. ছাইদুর রহমান পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯/১৩ মোতাবেক বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।