শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
এসকে রাসেল
/ ৭৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:২০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ