শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
মোল্লাদির ভাঙ্গা ব্রিজ মেরামত করে ভোগান্তি দূর করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাসুদ
নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি এলাকায় পাবদা খালের উপর নির্মিত ভাঙা ব্রিজটি মেরামত করে ভোগান্তি দূর করলেন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা শ্রমিকলীগের উপদেষ্টা, সমাজসেবক ও গার্মেন্ট ব্যবসায়ী আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।

আজ সোমবার (১৮ মার্চ) নিজ আর্থায়নে তিনি ব্রিজের ভাঙা অংশ মেরামত করে দেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রশংসায় ভাসছেন তিনি।

এর আগে শনিবার (১৬ মার্চ) তিনি নারান্দী, হোসেন্দী বাজার হয়ে বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করার সময় কথা দিয়েছিলেন ব্রিজের ভাঙা অংশটি মেরামত করে দিবেন।

আতাউল্লাহ্ সিদ্দিক মাসুদ কিশোরগঞ্জ প্রেসকে জানান, ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। আমি গত ১৬ মার্চ শনিবার গণসংযোগ করার জন্যে হোসেন্দী হয়ে বুরুদিয়া আলমদী গ্রামের মোল্লাদি ব্রিজ পথচারীদের জন্যে বিপদ জনক গর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ছিলাম এবং কথা দিয়েছিলাম আমি মেরামত করে দিব। মাত্র ৯ হাজার টাকা খরচ করে ব্রিজের ভাঙা অংশটি মেরামত করা হয়েছে। গত ১ বছর ধরে এই এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজে চলাচল করেছে।

জানা গেছে, উপজেলার হোসেন্দী-আলমদী- মঠখোলা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটির মোল্লাদি এলাকায় পাবদা খালের উপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে থাকে। এ ছাড়াও সড়কটি দিয়ে হোসেন্দী, আলমদী, সালুয়াদী, মোল্লাদি ও বুরুদিয়া এলাকার শত শত মানুষ যাতায়াত করে থাকেন। কয়েক যুগ আগে খালের উপর সেতুটি নির্মিত হয়। সেতুটির মাঝখানে ভেঙে গিয়ে গোলাকৃতিরগর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ