শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৯:১৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপায় পথচারী সিদ্দিক হোসেন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ইফতারের পরে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া শ্রীরামদী আলু স্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক হোসেন উপজেলা নারান্দি ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের খন্দকার বাড়ির বাসিন্দা। তিনি হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া শ্রীরামদী আলু স্টোর বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলার সময় কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে চিকিৎসক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক হোসেনকে ভাগলপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দুপুর পোড়াবাড়ীয়া মেলা বাজার ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে সিদ্দিক হোসেনকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ