শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
পাকুন্দিয়ায় মাদক সেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা, যুবকের ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবক করে উৎপাত করার দায়ে সাজ্জাদ হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। এছাড়া তাকে দুইশত টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদক সেবন করে এলাকায় উৎপাতসহ লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালান। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লোকজনের সামনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাক দুইশত টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ