বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
ভৈরবে প্রবাসীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
হৃদয় আজাদ
/ ৪৭ ভিউ
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:০৪ অপরাহ্ন

॥ ভৈরবে প্রবাসীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, বিনামূল্যে দুই শতাধীক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়॥

॥ হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী-২০২৪ পালন করা হয়েছে। “মানবতার টানে, ভয় নেই রক্তদানে” এ স্লোগানে রক্তবন্ধু ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক তত্বাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণীপেশার ২ শতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়।

স্থানীয় প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
এসময় রক্তবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমরা বিভিন্ন জায়গায় রক্তের গ্রুপ নির্ণয়ে এসব ক্যাম্পেইন করে থাকি। এর ফলে মানুষের দুইটি উপকার হয়। একটি যারা রক্তের গ্রুপ জানা নেই তারা জানতে পারে আরেকটি হলো আমরা তাদের গ্রুপ নির্ণয় করে তাদের নাম ঠিকানা ও রক্তের গ্রুপ লিপিবদ্ধ করে রাখি। পরবর্তীতে যেকোনো মুমূর্ষ রোগীদের প্রয়োজনে আমরা তাদের সাথে যোগাযোগ করি। এতে করে আমরা অনেক মানুষকে সহযোগী করতে পেরেছি। ফলশ্রুতিতে আমাদের এ সংগঠনটি ভৈরবের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ