রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেফতার
Avatar
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১১ মে) উপজেলা দিঘিরপাড় ইউনিয়নের শাহপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডালিম মিয়া (২৮) একই এলাকার মো. খুর্শিদ মিয়ার ছেলে। তিনি দিঘিরপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শনিবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য ডালিম মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ডালিম মিয়া‘র দেয়া তথ্যের ভিত্তিতে শাহপুর চেঙ্গাহাটিস্থ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এ ঘটনায় জড়িত আরও ২জন আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধ বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ