কিশোরগঞ্জের ভৈরবে ভূমি ও গৃহহীন ১৬০টি পরিবারের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপকার ভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমিসহ দলিল হস্তান্তর করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ ও পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভৈরবের আগানগরে ৯০ টি এবং কালিকাপ্রসাদের ছিদ্দিরচরে ৭০টিসহ মোট ১৬০ জন উপকারভোগী গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ঘরসহ ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।
এর আগে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে ৫ম পর্যায়ের (২য় ধাপ) সারাদেশে ১৮ হাজার ৫শ ৬৬ জন গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।