রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি ভৈরবে গ্রেফতার
Avatar
আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক বাস ডাকাতির মামলার কয়েদি নবী হোসেন (৪৮)কে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে গ্রেফতার করেছেন র‌্যাব। শনিবার (২৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার কয়েদি নবী হোসেন (৪৮) ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। সে ২০০৮ সালের নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে সড়কে বাস ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে নরসিংদী জেলা কারাগারে বন্দী ছিল।

শনিবার (২৬ জুলাই) দুপুর সোয়া ৩টায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় ৮২৬ জন কয়েদি পালিয়ে যান। এ ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প তার আওতাধীন এলাকায় পলাতক কয়েদিদের অবস্থান শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ভোর ৬টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি দল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েদি নবী হোসেনকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, নবী হোসেন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে পায়ে হেঁটে ইটাখোলা বাসস্ট্যান্ডে আসেন। পরে সিএনজি চালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন।

কয়েদি নবী হোসেন নরসিংদী জেলার বেলাবো থানার ২০০৮ সালের ডাকাতি মামলার গ্রেফতারকৃত আসামি। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। প্রায় ৩ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পুলিশ তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে আদালত আসামি নবী হোসেনক নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়। নবী হোসেনকে বেলাবো থানা পুলিশের কাছে জন্য হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ