বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত-১, আহত শতাধীক
হৃদয় আজাদ
/ ৮৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

॥ ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত-১, আহত শতাধীক, বাড়িঘর ও দোকানপাট ভাংচুর

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত শতাধীক মানুষ। এসময় বেশ কিছু বাড়ি-ঘরে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা বারটার দিকে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সংঘর্ষে আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১০জনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এছাড়াও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২২জন এবং অন্যান্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দুই বংশের শত্রুতার জেরে গত ৩মাসে এখন পর্যন্ত ৫জন নিহত হয়েছেন। অপরদিকে ৫৬বছরের এই বিরোধে প্রাণ হারিয়েছেন অন্তত বারজন।

জানা যায়, মৌটুপি গ্রামে গত ৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় সরকার বাড়ির পক্ষের আহত মহরম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকালে মারা যায়। এঘটনায় কর্তা বাড়ির লোকজন আতঙ্কে গ্রাম ছাড়া থাকলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিকল্পিত ভাবে বাড়ি ফিরতে শুরু করলে, কর্তাবাড়ি ও সরকার বাড়ি লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে টেটাবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই সরকার বাড়ির মোঃ কাইয়ুম (৫১) নিহত হয় এবং উভয়পক্ষে নারী-শিশুসহ অন্তত শতাধীক মানুষ আহত হয়।

এবিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ জানান, মৌটুপি গ্রামের দ্ইুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত শতাধীক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে একজনের নিহতের খবর পেয়েছি। এখনো রোগী আসছে বলেও জানান তিনি।

ভৈরব থানার ওসি (তদন্ত) মোঃ শাহিন জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শবনম শারমীন জানান, আমার কাছে এখন পর্যন্ত একজন নিহতের তথ্য রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ